মোঃ জাকি উল্লাহ।।
৩১ জুলাই বৃহস্পতিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার, ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "জুলাই পূনর্জাগরণ উৎসব- ২০২৫" উদযাপিত হয়।
এ উপলক্ষে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের বিবরণ:
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায়। তিনি জুলাই বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজনের গুরুত্ব ব্যাখ্যা করেন।
প্রতিযোগিতার বিষয় সমূহ:
১. কবিতা আবৃত্তি (ক ও খ বিভাগ)
২. গান (ক ও খ বিভাগ)
৩. চিত্রাঙ্কণ (ক ও খ বিভাগ)
৪. রচনা লিখন (জুলাই বিপ্লব বিষয়ে)
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রাখে প্রতিটি পর্ব। বিচারকমণ্ডলী তাদের দক্ষতা ও মনোনয়ন অনুযায়ী বিজয়ীদের নির্বাচন করেন।
অতিথিদের বক্তব্য:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (শালিয়াগাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক) বদরুজ্জোহা তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা একজন শিশুকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং ধামাইনগর ইউনিয়ন শাখা) মোঃ কজিমুদ্দিন, তিনি বলেন, "জুলাই বিপ্লব আমাদের শিক্ষা দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তোমাদের মেধা ও সংস্কৃতিই হবে দেশ গড়ার হাতিয়ার। আজকের এই আয়োজন তারই প্রতিফলন।"
অন্যান্য অতিথিবৃন্দ যেমন, শ্রী সুনিল চন্দ্র মাহাতো, নিপেন্দ্রনাথ মাহাতো এবং জাকি উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের উক্তি:
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন (৫ম শ্রেণি) বলে, "আমি জুলাই বিপ্লব সম্পর্কে কবিতা আবৃত্তি করে খুব গর্বিত। আমাদের শিক্ষকরা শিখিয়েছেন কিভাবে দেশের জন্য ভালোবাসা রাখতে হয়।"
শ্রুতি রানী মাহাতো (৩য় শ্রেণি) চিত্রাঙ্কণ প্রতিযোগী হিসেবে বক্তব্যে বলেন। "আমি বিপ্লবের ছবি আঁকেছি। জুলাই বিপ্লব আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ।"
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি সকলের আয়োজনের সফলতা ও ভবিষ্যতের পথচলায় শিক্ষার্থীদের দৃঢ়তা কামনা করেন।
মন্তব্য করুন