মোঃ জিহাদুল ইসলাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদার (৩৫)কে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে। তিনি ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাতে চাপাতিসহ কমলাপুর রেলওয়ে স্টেশনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। এর আগেও তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
উল্লেখ্য, ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে নিজের শরীরে লুকিয়ে রাখা ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি করলে যাত্রীদের মাঝে আতঙ্ক তৈরি হয়।
আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।