চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় পরিচয় ব্যবহার করে মো. হোসেন আলী বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। এমন ঘটনায় যুব দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন