মো: ইসরাফিল ইসলাম।।
দুনিয়ার মজদুর এক হও"—এই ঐতিহাসিক আহ্বানকে সামনে রেখে এবং ‘গণঅভ্যুত্থান ’২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দাবিতে আজ শনিবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) একটি পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্ষীয়ান নেতা ডা. ফজলুর রহমান। তিনি বলেন, দেশ আজ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করে, ধনিকতন্ত্রের পৃষ্ঠপোষকতায় একটি অবৈধ ও দুঃশাসনের সরকার দেশ চালাচ্ছে। গণঅভ্যুত্থান ছাড়া মুক্তি নেই। তিনি আরও বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই আমাদের একমাত্র পথ, এই লক্ষ্যে লড়াই-সংগ্রাম চলছে, চলবে।
মন্তব্য করুন