হেলাল উদ্দীন
এখন চলছে পর্যটন মৌসুম। দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক এবং আদিনাথ মন্দির দর্শনে আসা পূঁজারীরা চরম ভাবে হয়রানির শিকার হচ্ছে নৌপারাপারে।
অতীতে কক্সবাজার ৬নং ঘাট থেকে নিয়মিত গামবোট ও স্পীডবোট যাতায়াত করতো।
কক্সবাজার ৬নং ঘাট থেকে মহেশখালী গোরকঘাটা জেটিঘাটে যাত্রী নামিয়ে দিয়ে, আদিনাথ মন্দির ঘাটের যাত্রী থাকলে তা আদিনাথ মন্দিরে গিয়ে নামিয়ে দিয়ে আসতো এবং কক্সবাজার যাওয়ার জন্য যাত্রী থাকলে কক্সবাজার নিয়ে যেতো।
অত্যন্ত পরিতাপের বিষয় যে, চলতি মাসের ২৪/১২/২০২৫ খ্রি এই স্থানীয় এলাকার শক্ত একটি সিন্ডিকেট ও গোরকঘাটা জেটিঘাট ইজারাদার ট্রলার মাঝিদের কে আদিনাথ জেটিতে যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নিষেধ করেন। গেলে শাস্তি স্বরূপ ২হাজার টাকা জরিমানা করা হবে বলে হুমকি দেয় সিন্ডিকেট এর লোকজন।
কক্সবাজার থেকে আদিনাথ জেটিতে গামবোটের যাত্রীদের ভাড়া নেওয়া হতো ৬০ টাকা।ঘাটে কোন টুল দিতে হয় না। আর কক্সবাজার থেকে গোরকঘাটা জেটিঘাটে যাত্রী নামিয়ে দিলে গামবোট ভাড়া ৪০টাকা, টুল ২০টাকা এবং টমটম গোরকঘাটা থেকে আদিনাথ মন্দিরে জনপ্রতি ১০০টাকা সব মিলিয়ে ১৬০ টাকা খরচ হয়। আর এতে ১জন যাত্রীকে অতিরিক্ত গুণতে হয় ১শত টাকা বেশি বাড়া।
ঢাকা থেকে অভিজিৎ নামের একজন পর্যটক জানান, আমরা কক্সবাজার ৬নং জেটিঘাট থেকে গামবোটে করে মহেশখালীর আদিনাথ মন্দির ঘাটে যেতে চাইলে গামবোটের ড্রাইভার আমাদেরকে বোট থেকে নামিয়ে দেয় এবং বলে যে আমাদের নিষেধ আছে, আদিনাথ মন্দির ঘাটে না যাইতে। সুতরাং নেমে যান।
মন্তব্য করুন