নুর নবী রাসেল | দৈনিক জনতার খবর প্রতিনিধি
দেখলে মনে হবে ছোট ছোট পুকুর, এখানে চাষ করা যাবে মাছ বাস্তবে কিন্তু না এটি সড়ক। কিন্তু দেখে বুঝার উপায় নেই এটি পাকা সড়ক। গত ২০২৪ এর বন্যায় লন্ডভন্ড করে গেছে সড়কটির ভবিষ্যত।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নং ওচমানপুর ইউনিয়নের জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কটির কথা। এই সড়ক দিয়ে কোন যানবাহন চলাতো দূরের কথা কেউ খালি পায়ে হাটাও যে দূরসাদ্য হয়ে যাচ্ছে৷
এই সড়ক দিয়ে, প্রতিদিন টেকের হাট, মাদবার হাট, মুহুরী প্রজেক্ট, আজমপুর সহ সর্বস্তরের জনগণ এই সড়ক দিয়ে যাওয়া আসা করে সড়কের এমন বেহালের কারণে তারাও যাওয়া আসা করতে কষ্টকর হয়ে যায়। এছাড়াও স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাওয়া আসা করে। সড়কের এমন খানা খন্দের কারণে তাদেরকেও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে কষ্টসাধ্য হয়ে পড়ে।
এই সড়কটির ইছামতী থেকে মুহুরী প্রজেক্ট পর্যন্ত ৪ কিলোমিটার পুরু সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে ছোট বড় গর্তের কারণে ঠিকমত যান চলাচল করতে পারেনা।
মুহুরী প্রজেক্ট পর্যটন কেন্দের যাওয়া আসা করার একমাত্র সড়ক এটি সড়কের এমন বেহালের কারণে ঠিক মত যাওয়া আসা করতে পারেনা পর্যটকরা অন্যদিকে এই সড়ক দিয়ে শিল্প জোনে যাওয়া আসা করা কষ্টকর হয়ে পড়ে।
সড়কটির সম্পর্কে জানাতে চাইলে শিক্ষার্থী মাজহারুল ইসলাম ফয়সাল বলেন, এই সড়কটি ইছামতী থেকে মুহুরী প্রজেক্ট পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক পুরুটায় খানা খন্দের সৃষ্টি হয়েছে। আমাদের স্কুল কলেজে আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই সড়ক দিয়ে কোন ইমাজেন্সি রোগী কিংবা ডেলিভারি রোগী নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আমরা চাই অতি শীঘ্রই এই সড়কটি সংস্কার কাজ চালু করা হোক।
মন্তব্য করুন