ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে অন্তত ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তারমোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুরে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান তারা। ওই আগুন মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে চোখের পলকে বাবু মোল্যার দোকান, বক্কার শেখের গ্রীলের দোকান ও হাবিব মুন্সীর লেপের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
তবে সময় মতো ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অন্তত ৩০ থেকে ৩৫ টি দোকান আগুন থেকে রক্ষা পায় বলে জানান বাজারের দোকানদাররা।
সালথা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷
মন্তব্য করুন