খঃ মাহফুজুর রহমান বিপ্লব।।
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পাশে এক নারীকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখার ঘটনা ঘটেছে।
নৃশংস এই ঘটনার পর এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে,
৩১ জুলাই রাত ৯টা থেকে ১ আগস্ট সকাল ৯টার মধ্যে, কালিহাতী উপজেলার ধলাটাংগর এলাকার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন রেললাইনের পাশে এক নারীকে ধর্ষণের পর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। ভিকটিমের নাম রুমি আক্তার, বয়স ২৫। সে পাবনার সাথিয়া থানার গরিগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, "ভিকটিম প্রাথমিকভাবে ধর্ষণের কথা বলেছে। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। যদিও সে বারবার বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।
এমন ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন