কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) গতকাল সকালে মারা গেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। প্রায় ৫০ বছর ধরে তিনি বিনা পয়সায় মানুষের কবর খুঁড়ে দিতেন।
মনু মিয়াকে সবাই চিনত "শেষ ঠিকানার কারিগর" নামে। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি প্রায় তিন হাজার কবর খুঁড়েছেন। মৃত্যুর খবর পেলেই তিনি ছুটে যেতেন - কখনো হেঁটে, কখনো তার প্রিয় ঘোড়া "বাহাদুর"-এর পিঠে চড়ে।
গত মাসে একটি দুঃখজনক ঘটনা ঘটে। দুষ্ট লোকেরা তার প্রিয় ঘোড়া বাহাদুরকে মেরে ফেলে। এই ঘটনায় মনু মিয়া খুব কষ্ট পান। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করেও তাকে বাঁচানো যায়নি।
গ্রামের মানুষরা বলেন, "মনু চাচা ছিলেন আমাদের জন্য দোয়া স্বরূপ। তিনি শুধু কবর খুঁড়তেন না, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বিনা স্বার্থে মানুষের সেবা করতে হয়।"
মনু মিয়া কখনো তার কাজের জন্য টাকা নিতেন না। অনেকেই তাকে সাহায্য করতে চাইলে তিনি বলতেন, "আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই।"
তার মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। আজ সকালে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শত শত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
মনু মিয়ার মতো মানুষ খুব কমই দেখা যায়। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের সুখ থাকে পরোপকারে। তার জীবন আমাদের শেখায় - "মানুষের সেবাই হলো সবচেয়ে বড় ইবাদত।"
মন্তব্য করুন