কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানার পুলিশ।
রাজিবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম মুকুলকে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা চর রাজিবপুর বটতলা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রাজিবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বলেন, আটক আসামিকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন