বর্তমান বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছেন। এরই মধ্যে দেশের সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গাজীপুরের সংসদীয় ১ আসন ও গাজীপুর সিটি মেয়র হিসেবে কে এগিয়ে আছে বা কার গ্রহণ যোগ্যতা বেশি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে চায়ের দোকানদার আবদুল রহিম বলেন আমি এমপিও বুঝিনা আমি মেয়রও বুঝিনা শওকত ভাই উন্নয়নের রুপকার তাই তিনি যেখানেই নির্বাচন করুক আমরা সেখানেই খুশি, মুদি দোকানদার খালেক তিনিও বলেন একই কথা, সাবেক এক চেয়ারম্যান কলিমউদ্দিন বলেন শওকত যদি সিটিতে যায় তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হবে তিনি এটাও বলেন সে একজন যোগ্য জনপ্রতিনিধি সে স্বর্ণপদক প্রাপ্ত একজন চেয়ারম্যান তাকে যেখানেই দিবে সেখান থেকেই তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়ন করবে।। একজন অটোরিকশা চালক বলেন আমরা মেলা দিন (অনেকদিন) ধরে কাশিমপুর থেকে অটোরিকশা চালাই কিন্তু রাস্তা ঘাটের উন্নতি অয় নাই ( হয়নাই) আমরা মাইনসের ( মানুষের) কাছে হুনি (শুনি) শওকত চেয়ারম্যান ক্ষমতা পাইলে রাস্তা ভালো অইবো( হবে) এলাকায় ঘুরে আরও জানা যায় ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে বার বার কারাবরণ করতে হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য গাজীপুর মহানগরে একাধিকবার হামলা মামলার শিকার হয়েছেন।। দুর্দিনে গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়বাদী দলকে সুসংঘটিত করতে তার অবদান অতুলনীয়।। অনেকেই আবার বলেছেন শওকত হোসেন সরকার একজন জনবান্ধন নেতা, তিনি সাধারণ মানুষের নেতা, তিনি সকল শ্রেণীপেশার মানুষের নেতা, তার জনপ্রিয়তা শীর্ষে।। নির্বাচন নিয়ে কথা বললে মোঃ শওকত হোসেন সরকার বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে বিভিন্ন ভাবে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে তারপরও আমি আমার দলকে সু সংঘটিত রেখেছি।তিনি আরও বলেন জনগনের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতে দেশের জন্য কাজ করতে চাই। গাজীপুর সংসদীয় ১ আসন বা সিটি নির্বাচনে জনগণের যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকতে চাই কারণ সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই দেশের উন্নয়ন করতে চাই।।
মন্তব্য করুন