মোঃ জাকে উল্লাহ
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ধানগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক বৃত্তি পরীক্ষায় ২৬ টি স্কুল অংশগ্রহণ করে।
১ম শ্রেণি ২৫৪ জন, ২য় শ্রেণি ২৬৪ জন, ৩য় শ্রেণি ১৮৪ জন, ৪র্থ শ্রেণি ২২৮ জন এবং ৫ম শ্রেণিতে ২২৩ জন মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৫৩ জন। অনুপস্থিত ছিল ৩৭ জন ছাত্র ছাত্রী। পরীক্ষা ১১ টা থেকে শুরু করে ১২.৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলমান ছিল।
উক্ত বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আতিক মাহমুদ আকাশ, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিক কুমার কর।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও রায়গঞ্জ উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কিন্ডারগার্টেনের ছাত্র ছাত্রীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।