রংপুরের পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচালক মোঃ ইউসুফ (ড্রাইভার, গাড়ি নং ১৪-০৬০৬) নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী গাড়ি নিয়ে ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোঃ ইউসুফের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দক্ষ ও দায়িত্বশীল ড্রাইভার হিসেবে কাজ করছিলেন। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
মন্তব্য করুন