নড়াইলে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পরিচিতি সভা ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নড়াইল শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে এনসিপি নড়াইল জেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এনসিপি নড়াইল জেলা শাখার আহবায়ক মো: শরীফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পিতা মোঃ জামিরুল ইসলাম।প্রভাষক সামিরা খানমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক তানজিল আহমেদ,যুগ্ম সদস্য সচিব মেজবাহ কামাল, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, এনসিপি নেতা রবিউল ইসলাম নোমান,রহমতুল্লাহ, মো: ফারুক হোসেন,রেজাউল ইসলাম, মো: তুহিন মোল্যা প্রমুখ।বক্তারা দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ব্যাপারে দৃঢ়মত ব্যক্ত করেন। পরিচিতি সভায় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে এনসিপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতৃবৃন্দ।