খঃ মাহফুজুর রহমান বিপ্লব।।
টাঙ্গাইলের ভুঁঞাপুরে আল-কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক ওয়ালী উল্লাহকে গ্রেফতার করেছে ভুঁঞাপুর থানা পুলিশ।
বৃহস্প্রতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জামালপুর থেকে আটক করা হয়। অভিযুক্ত মোঃ ওয়ালি উল্লাহ্ পাবনার চাটমহরের ধানবিনা গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে। শিক্ষক ওয়ালী উল্লাহ ঐ ছাত্রকে বিভিন্ন সময় যৌন নির্যাতন করতো, বিষয়টি গত ২৪ জুলাই ঐ ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে বলৎকার করে, বিষয়টি জানাজনি হলে, এলাকার একটি প্রভাব শালী মহল সালিশি বৈঠকের নামে ঘটনাটি ধামাচাপা দিতে সাংবাদিকদের হুমকি দেয়া হয় । এলাকবাসীর প্রতিবাদের মুখে অভিযুক্ত শিক্ষককে আটক করে ভুঁয়াপুর থানা পুলিশ। ভূঁয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামী প্রাথমিক ভাবে অভিযোগ শীকার করেছে, এখন আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন