মো. শাহজাহান ফকির।।
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত পুরোনো শত্রুতার জেরে এক নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এই হামলায় শামীম মিয়া, তার স্ত্রী নিলুফা আক্তার, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেয়ে ফারজানা আক্তার এবং ভাই সোহাগ মিয়া গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারটিকে মামলা বা বিচার চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীনগর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়ার পরিবারের সাথে একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া ও সুমন মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এই বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ভুক্তভোগী শামীম মিয়ার অভিযোগ, শুক্রবার প্রতিপক্ষের মাসুদ মিয়া, সেনা সদস্য সৌরভ এবং সুমনসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার স্ত্রী নিলুফা ও মেয়ে ফারজানার মাথায় এবং তার ও ভাই সোহাগের শরীরে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শামীম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "প্রতিপক্ষের একজন সেনাবাহিনীতে চাকরি করার দাপটে তারা কোনো দরবার-সালিশ মানে না। জোর করে আমাদের জমি দখল করতে চায়। এর আগেও তারা আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য একাধিকবার হামলা চালিয়েছে।" তিনি আরও জানান, কিছুদিন আগে তাদের ফিশারির পাড় কেটে মাছ ভাসিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিলে স্থানীয় মাতব্বররা সালিশে সমাধান করে দিলেও হামলাকারীরা তা মানেনি। সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে থানায় অভিযোগ দায়ের করতে ভয় পাচ্ছে শামীম মিয়ার পরিবার। ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ মিয়ার বাড়িতে যোগাযোগ করা হলে তার ছেলে ও পরিবারের অন্য সদস্যরা জানান, তারা জমি কিনলেও শামীম মিয়ার পরিবার সেই জমি লিখে দিচ্ছে না। তবে হামলার বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি করেন।
নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।