সানজিদুল হক।।
"এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু শহীদদের স্মরণে 'জুলাইয়ের পূণ্য জাগরণী' অনুষ্ঠান। ৩০ জুলাই, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক শেখ সানজিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হান্নান কাজী, সমাজসেবক মনিরুজ্জামান মনি, মোঃ মহসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশুদের মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
শিশুদের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা জাগাতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় ২৪ জুলাইয়ের শিশু শহীদদের আত্মত্যাগভিত্তিক প্রামাণ্য ভিডিও। ভিডিও উপস্থাপনার সময় শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং তারা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় সম্পর্কে অনুপ্রাণিত হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সানজিদুল হক বলেন, “২৪ জুলাই আমাদের ইতিহাসের গৌরবময় ও রক্তাক্ত অধ্যায়। আমাদের নতুন প্রজন্ম যেন শহীদ শিশুদের আত্মত্যাগ কখনো ভুলে না যায়, সে জন্যই আমাদের এই উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আলোচনা সভার মাধ্যমে স্মরণীয় এ দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
মন্তব্য করুন