মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার উদ্যোগে
ঢাকার মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১জুলাই-২০২৫) রাত ১০ টার দিকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ বলেন, এমন লোমহর্ষক ঘটনায় সারা দেশে জনগণ নিন্দা ,ধিক্বার জানিয়েছেন,চারবহির্ভূত হলেও এদের বিচার এভাবেই দেখতে চায় দেশের জনগণ।
রাজধানীর মিটফোর্ডে চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈনসহ ৪-৫ জন সন্ত্রাসীরা একজন ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করে লাশ ঘিরে বুঁনো উল্লাস করে।
অন্যান্য বক্তারা বলেন,নিহত সোহাগের বন্ধু মামুন বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, গত দুই-তিন মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত ভাঙারি ব্যবসায়ী সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় দুই মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়—তোকে দেখে নেবো।বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ, মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল।এমন লোমহর্ষক ঘটনায় সারাদেশের জনগন নিন্দা, ধিক্কার জানিয়েছেন।ঘটনাটি যেমন আলোচিত হয়েছে। এমন আলোচিত ভাবেই অতিদ্রুত এই সন্ত্রাসীদের ফাঁসি কর্যকর করা হোক।অন্তত এই নরপিশাচদের জন্য হলেও দেশে আরো একবার ক্রসফায়ার দেখতে চায় জনগন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বি.এম. হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্করসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসা-মসজিদের শিক্ষক-ইমামসহ প্রায় কয়েক শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন