"বিএনপির ক্ষমতার উৎস জনগণ, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারবে না," এই দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম শামস সূর্য্য। রোববার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে ১৩নং চর বেতাগৈর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেকের মোড়ে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে ও নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সাবেক জিএস মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে ড. শামস তাঁর বক্তব্যে আরও বলেন, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি এবং সকল প্রকার মানবতাবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে বিশ্বাসী। "রাষ্ট্র ও সমাজবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি নতুন দল এনসিপি’কে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, নতুন প্রজন্ম তথা বাচ্চারা দল করেছে ভালো কথা। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার মানতে হবে। সীমা রেখা অতিক্রম করা যাবে না। যা শুরু করেছো তা রাজনীতি নয়। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোন কথা বলার চেষ্টা করো না। কোন অপশক্তি বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাই সাবধান হউ।
এছাড়া আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে।" কারণ জনগণের সাথে আত্মিক সম্পর্ক তৈরী না হলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। বাংলাদেশ মানেই জাতীয়তাবাদ। আর জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই জিয়ার আদর্শকে বুকে লালন করে জনগণের জন্য দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, বেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা সাবেক নায়েব সুবেদার (অবঃ) মো. আব্দুল মতিন, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, জেলা যুবদলের সদস্য ফারুক সরকার, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক রেজাউল আহম্মেদ রিপন, হাবিব মিয়া প্রমুখ।
এসময় চরবেতাগৈর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোফাজ্জল হোসেন আকন্দ, বিএনপি নেতা আফির উদ্দিন, শফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ, যুবদল নেতা মতিউর রহমান দুলাল, জসিম উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।