কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় জননেতা সেলিম রেজা। রবিবার কাজিপুর উপজেলা বিএনপির প্রধান দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং মানবকল্যাণ বিরোধী সকল ধরনের কার্যকলাপে বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্রসমাজ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। কোন ষড়যন্ত্রেই পা দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রেতাত্মা ও ভারতের নব্য দালালরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বার বার পায়তারা করছে! তাদের সেই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপির নামে,শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে কোন কটু উক্তি সহ্য করা হবে না। বিএনপি ও জিয়া পরিবার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। এদেশের মানুষের হৃদয়ের স্পন্দনের জায়গায় হাত দিলে,সে হাত গুড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।
নির্বাচন প্রসঙ্গে বলেন,
কোন প্রোপাগান্ডাই আগামীর নির্বাচন বানচাল করতে পারবে না, একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখবে বলে অপেক্ষার প্রহর গুনছে এদেশের আপামর জনগণ।জনগণের সেই প্রত্যাশাকে ভন্ডুল হতে দেওয়া যাবে না। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানের ৩১ দফা পৌছিয়ে দিন।
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপি মূলশক্তি। সুতরাং জনগণের জানমালের কোন ক্ষতি হলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজ,মিথ্যা বিভ্রান্তি প্রোপাগান্ডা সৃষ্টিকারীদের আস্থানা কাজিপুরের মাটিতে হবে, স্বৈরাচারীদের আস্থানা কাজিপুরের মাটিতে হবে।মব সৃষ্টি করে কাজিপুরের মাটিতে কোন নৈরাজ্য,বিশৃঙ্খলা বা সহিংসতা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। উক্ত বর্ধিত সভায় আরোও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সিনিয়র সহসভাপতি এড.রবিউল হাসান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তাহযিবুল এনাম তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু,
সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাজ্জাদুর রহমান বাবলু, শহিদুল ইসলাম বাবু,সাবেক সহ সাংগঠনিক ইমরান হোসেন মন্জু, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক আশিক মাহমুদ, আসিফ সরকার সহ কাজিপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
মন্তব্য করুন