অতনু বিশ্বাস ইরি
শীতের হাওয়ায় হাড় যে কাঁপে,
কষ্ট বাড়ে প্রতি মাপে।
পথের ধারে কচি মুখ,
নেই যে তাদের কোনোই সুখ।
কুয়াশা ঘেরা মেঠো পথ,
চলছে যেন দুঃখের রথ।
ছেঁড়া কাঁথা জরাজীর্ণ,
জীবন কাটে বড়ই খিন্ন।
ফুটপাতে ওই যারা রয়,
শীতকে তাদের ভারি ভয়।
আগুন জ্বেলে সয় যে রাত,
শূন্য থালায় নেই তো ভাত।
স্বপ্ন তাদের মেঘে ঢাকা,
বুকের ভেতর ব্যথা মাখা।
রক্ত জমে হিমেল বায়ে,
ধুলোবালি মাখা পায়ে।
আঁধার নামে শহর জুড়ে,
আর্তনাদ যায় আকাশ ফুঁড়ে।
মানুষ হয়ে পাশে দাঁড়াও,
সহমর্মী হাতটি বাড়াও।