মান্দায় উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিজয়র্যালি করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১২টার সময় ব্যান্ডপার্টিসহ বিজয়র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার তিনটি ইউনিয়ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়র্যালিটি উপজেলারচত্বরে এসে শেষ হয়।
জানাগেছে, (মঙ্গলবার ২৪ জুন) মান্দা উপজেলা বনাম নওগাঁ সদর উপজেলা মধ্যে ফাইনাল "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় নওগাঁ সদর উপজেলাকে ০১ গোলে হারিয়ে মান্দা উপজেলা চ্যাম্পিয়ন হন।
সকল ধরণের চেষ্টার আধার হয়ে কাজ করেছেন মান্দার সুযোগ্য ইউএনও মহোদয়। সকলে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মহোদোয়ের প্রতি। নওগাঁ সদর থেকে জয় ছিনিয়ে আনা দুঃসাধ্য হলেও তা সাধন করে দেখিয়ে দিয়েছে আমাদের খেলোয়াড় ও সুযোগ্য ইউএনও মহোদয়। সর্বোপরি এ জয়ের জন্য যার অক্লান্ত পরিশ্রম চির-স্মরণীয় হয়ে থাকবে মান্দার উন্নয়নের নায়ক, সমস্যা নিরসনের দক্ষ হতিয়ার ও জয়লাভের নায়ক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আলম মিয়া।
এবিয়য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া জানান,এ খেলায় জয় আমার নয়, জয় মান্দাবাসীর। মান্দার সকলকে সঙ্গে জয় ছিনিয়ে আনছি।
মন্তব্য করুন