চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চবিদ্যালয় মাঠে নাউরী যুব সমাজ কর্তৃক আয়োজিত এলইডি টিবি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং কলাকান্দা স্পোর্টিং ক্লাব বনাম ফৈলাকান্দি একাদশ অনুষ্ঠিত হলো ফুটবল খেলা।আজ৷ বিকেল চার ঘটি কার সময় খেলা শুরু হয়। খেলার প্রথম আটাশ মিনিটে প্রথম গোলদাতা ফৈলাকান্দি একাদশের অনিক।হাজার দর্শকের হাতছানিতে প্রথম অর্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের পঞ্চাশ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটিও করে কলমাকান্দা স্পোর্টিং ক্লাবের বিপরীতে ফৈলাকান্দি একাদশের অনিক। কানায় কানায় ভরপুর ছিল মাঠের চারপাশ।স্কুলের ছাদের উপরেও অনেক লোক সমাগম ছিল।ফৈলাকান্দি একাদশ ক্লাব ২ গোলে কলাকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে শুরু হয় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ফৈলাকান্দি একাদশের হাতে তুলে দেওয়া হয় ৩২" এলইডি টিবি। পর পর ২ গোলদাতা অনিকের হাতে দেওয়া হয় নগদ ৩ হাজার টাকা। কলা কান্দা স্পোর্টিং ক্লাবকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
মন্তব্য করুন