মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গাতে অবৈধভাবে গড়ে উঠা ১২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ জুলাই) উপজেলার চুন্টা বাজারের রাস্তার দক্ষিণ পাশে ও সেনবাড়ীর সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির, সচিব কাজল, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, আইন ও বিধি অনুযায়ী খাস জমিতে ভ্রাম্যমান কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মন্তব্য করুন