আব্দুল মতিন মুন্সী।।
"সবার জন্য শিক্ষা, সবার অধিকার!" — এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা সার্বজনীন করার দাবিতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাঁদের দাবি জানান। তাঁরা বলেন, বৃত্তি পরীক্ষা যেন কোনো নির্দিষ্ট শ্রেণি বা প্রতিষ্ঠানের একচেটিয়া সুবিধা না হয়। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, "বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বহু মেধাবী শিক্ষার্থী রয়েছে। অথচ তারা রাষ্ট্রীয় বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা সরাসরি বৈষম্যের জন্ম দিচ্ছে। এ অবস্থার দ্রুত পরিবর্তন জরুরি।"
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করে।
স্থানীয় অভিভাবকরাও এই দাবিকে সমর্থন জানিয়েছেন। তাঁরা মনে করেন, শিক্ষা ব্যবস্থায় এই বৈষম্য শিশুদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে এবং ঊর্ধ্বতন প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
মন্তব্য করুন