নিরপেক্ষ নির্বাচন ও জাতীয় সংস্কারের দাবিতে লক্ষাধিক মানুষের জমায়েতের প্রত্যাশা আগামী ২১ জুন (শনিবার) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল গণসমাবেশ। “প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সমানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি”কে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন— দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। গণসমাবেশটি সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা। সমাবেশকে কেন্দ্র করে জেলা জুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক সংগঠনটি। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আশাবাদী, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই সমাবেশ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দেবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকরাও স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত করেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন