বরিশালের বানারীপাড়ায় নিজ ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি জবরদখল এবং একাধিকবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান লিটন মৃধা।
সোমবার (২৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটন মৃধা অভিযোগ করেন, তার মায়ের নামে থাকা জমির বৈধ রেকর্ড অনুযায়ী তিনি ও তার বোনের মালিকানা থাকা সত্ত্বেও স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
লিটন মৃধার দাবি, প্রতিপক্ষ সাইফুল ইসলাম রানা, আশরাফুল আলম সোহেল, নাজনিন নাহার লিনা, আয়েশা সিদ্দিকা হিরা, ও শামীম গং বারবার তার পরিবারের উপর নানাভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। এমনকি সকল আদালতের—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদালত থেকে শুরু করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত—রায় তার পক্ষে এলেও, বাস্তবে তিনি এখনো জমির দখল বুঝে পাননি।
তিনি জানান, ১১ জুন সন্ধ্যায় তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়, যাতে তিনি গুরুতর আহত হয়ে ১১ দিন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর থানায় মামলা দায়ের করলে পুলিশ সাইফুল ইসলাম রানা ও আশরাফুল আলম সোহেলকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তাকে হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা তার বসতবাড়ির সামনে টয়লেটের সেফটি ট্যাংক নির্মাণ করে, এমনকি তার গরুর খামার থেকে গরু চুরি করে নিয়ে যায়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা নিয়মিত হুমকি ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম সরদার, বাকপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী বশির আহমেদ, ও ইউনিয়ন নেতা আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিটন মৃধা বরিশাল প্রেসক্লাবে আয়োজিত প্রতিপক্ষের সংবাদ সম্মেলনকে 'মিথ্যা ও কুৎসামূলক' দাবি করে এর তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।
মন্তব্য করুন