ওপরের ঠোঁট কালো আর নিচেরটা অপেক্ষাকৃত উজ্জ্বল হওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। সমাধানও খোঁজেন অনেকে। তবে কৃত্রিম উপায়ে যেতে না চাইলে প্রাকৃতিকভাবেই ঠোঁটের রং গোলাপি করা সম্ভব। ঘরে বসেই ঠোঁটে গোলাপি ভাব আনতে একটু বাড়তি যত্নের দরকার। চিনি ও মধু দিয়ে তৈরি স্ক্রাব, মৃত ত্বকের কোষ এক্সফোলিয়েট করা, তেল বা লিপবাম দিয়ে ময়েশ্চারাইজ করা, বিশেষ করে এসপিএফ-যুক্ত লিপবামের ব্যবহারে ঠোঁট গোলাপি করা যায়। তবে শরীরের অন্য অংশের তুলনায় ঠোঁটের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। তাই ঠোঁটের যত্ন নিতে হবে আলতোভাবে।
মধু আর লেবুতে
প্রাকৃতিক এই দুই উপকরণ ঠোঁটের জন্য আদর্শ জুটি। ঠোঁটের কালচে ভাব কমাতে লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে বেশ ভালো কাজ করে। মধু দেবে আর্দ্রতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটের ওপর লাগিয়ে রাখুন। মিশ্রণটি খুব পাতলা হবে না, আবার অনেক ঘনও হওয়া চলবে না। ঠোঁটে লাগানোর ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহারে উপকার পাবেন।
বিটরুটের রস
বিটরুট বদলে দিতে পারে আপনার ঠোঁটের রং। বিটরুটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক লাল রঞ্জক পদার্থ থাকে, যেটা আপনার ঠোঁটে সুন্দর গোলাপি আভা এনে দিতে পারে। ঠোঁটে তাজা বিটরুটের রস লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। আর্দ্রতার জন্য বিটরুটের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। ইতিবাচক ফলের জন্য সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।
দুধে-হলুদে
ত্বকের রং উজ্জ্বল করার জন্য হলুদ খুব ভালো উপকরণ। কয়েক ফোঁটা দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার সেটা ৫ মিনিটের জন্য ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন, ঠোঁটে গোলাপি আভা আসবে।
মন্তব্য করুন