জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে বেতনের দাবিতে শ্রমিকদের ধর্মঘট। বিপাকে ১৩০ বাংলাদেশী

লুৎফুর রহমান।।

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রম বাজার কুয়েত। বিভিন্ন পেশায় প্রতিদিন অনেক প্রবাসী পাড়ি জমান পারস্য উপসাগরীয় এ দেশটিতে।সম্প্রতি অভিযোগ উঠেছে কুয়েতের পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে। কোম্পানিটিতে কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে গেলে দেশটির আইন অনুসারে তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কুয়েতের শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় শ্রমিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়।
বিষয়টি নিশ্চিত করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানান, এরই মধ্যে কোম্পানিটি কিছুসংখ্যক বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। শ্রমিকদের অবস্থান ও দাবিদাওয়া নিয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।
রাষ্ট্রদূত জানান, রোববার দূতাবাসের জরুরি হটলাইনে শ্রমিকদের গ্রেপ্তারের তথ্য জানানো হলে, শ্রম মিনিস্টার আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট থানায় যান। সেখানে শ্রমিকদের কাছ থেকে জানা যায়, তারা গত মার্চ মাস থেকে কোনো বেতন পাননি। এর প্রতিবাদে ২১ জুলাই থেকে তারা কর্মবিরতি পালন করে আসছিলেন।
পরদিন শ্রমিকরা কুয়েতের ফান্তাস থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এরপর থানার নির্দেশে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের ডেকে নেওয়া হয় এবং পরে সবাইকে প্রত্যাবাসন কেন্দ্রে (ডিপোর্টেশন সেন্টার) পাঠানো হয়।
এদিকে, ক্যাপ টেক কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিকপক্ষ এক মাসের বেতন পরিশোধ করে বাকি বেতন তিন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
রাষ্ট্রদূত জানান, কোম্পানির সঙ্গে পূর্বেও বেতনসংক্রান্ত বিরোধ দেখা দিলে ২০২৪ সালের নভেম্বরে দূতাবাসের হস্তক্ষেপে তা সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকেরা আগেভাগে দূতাবাসকে কিছু জানায়নি, যার ফলে দূতাবাস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেনি।
বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ প্রেক্ষাপটে কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে।
রাষ্ট্রদূতের মতে, এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সাড়া মেলেনি। তবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।সেই সাথে কোন খবর পেলে সাথে সাথে এ সমস্যা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

1

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

2

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

3

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

4

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

5

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

6

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

7

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

8

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

9

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

10

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

11

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

12

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

13

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

14

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

15

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

16

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

17

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

18

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

19

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

20