সেই কবে মুক্তি পেয়েছিল ‘তারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কথা এখনো মনে আছে অনেক ভক্তের। বছর দু-এক আগে যখন সিনেমাটির সিকুয়েলের কথা আলোচনায় আসে, তখন থেকেই ভক্তদের অপেক্ষা, কবে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। কয়েক দফা মুক্তির তারিখ বদলের পর অবশেষে জানা গেল সিনেমাটির মুক্তির দিনক্ষণ।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, আগামী ২০ জুন সিনেমাটি মুক্তি পাবে। এর আগে জানা গিয়েছিল, সিনেমাটি আগামী ৩০ মে মুক্তি পাবে। কিন্তু নতুন খবর অনুযায়ী, মুক্তির তারিখ প্রায় এক মাস পিছিয়েছে।
এ সিনেমা দিয়েই ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আবার সিনেমায় প্রত্যাবর্তন করছেন আমির। আমির তাঁর এই নতুন স্পোর্টস ড্রামা ৩০ মে বড়পর্দায় মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ৩০ মের বদলে ছবিটি মুক্তি পাবে ২০ জুন। ছবির সম্পাদনা ইতিমধ্যেই শেষ।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সিতারে জামিন পার’ স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে, যা আমিরের ছবির বিশেষত্ব। ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নই, ছোট চরিত্রে থাকব।’
জুনে আমির খানের ছবির পাশাপাশি মুক্তি পেতে চলেছে ‘হাউস ফুল ৫’। তারকাবহুল এ সিনেমার সঙ্গে আমিরের টক্কর কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। আপাতত আমির প্রচারের কাজে ব্যস্ত। সিনেমাটি যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করছেন অভিনেতা। ২০০৭ সালের পর ২০২৫ সালে আরও একটি মনে রাখার মতো সিনেমা দেখার জন্য অপেক্ষা রয়েছেন ভক্তরা।
মন্তব্য করুন