মাফিকুল ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। চলতি মাসের শুরু হতে মাত্রারিক্ত শীত ও ঘন কুয়াশায় পরবর্তী বোরো চাষের জন্য প্রস্তুত করা বীজ চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উপজেলায় কিছুদিন থেকে সূর্য না ওঠা এবং শীত না কমায় বীজতলা নষ্টের আশঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও কৃষকরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে, প্রয়োজনীয় সেচ দিয়ে, পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে করে বোরো ধানের বীজ রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার কৃষকেরা বীজতলা নষ্ট ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় দিনাতিপাত করছেন। চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। যা পুষ্টিকর ও মানসম্মত ধানের চারা গজানো জন্য অনুকূল নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদগণের সাথে কথা হলে তারা জানান, শৈত্যপ্রবাহজনিত ক্ষতি কমাতে কৃষকদের বীজতলা রক্ষায় পটাশ, থিওভিট ও চিলেটেড জিংক পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলে এবং পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হালকা সেচ এবং পলিথিন দিয়ে ঢেকে রাখলে চারা নষ্ট হওয়া থেকে রক্ষা করা যেতে পারে।