জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে বসে এক যুগ আগে গল টেস্টের স্মৃতিচারণ আশরাফুলের

আবার সেই গল। এক যুগ পর আবার ভারত মহাসাগরের নীল জলরাশির পাশের গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সাফল্যের গল্প। ২০১৩ সালের মার্চে এই মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তখনকার ২৫ বছরের যুবা মুশফিক। ১২ বছর পর সেই মাঠে আবার ১৬৩ রানের ইনিংস।

২০১৩ সালের মার্চে মুশফিকের ২০০ রানের ইনিংসের বড় অংশের সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। এবার মুশফিকের যাত্রাপথের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

কেমন ছিল এক যুগ আগে মুশফিকের সেই ডাবল সেঞ্চুরিএবারের সংগ্রামী ইনিংসটির সাথে ওই ইনিংসের পার্থক্য কোথায়কোনটি বেশি আকর্ষণীয়১২ বছর আগের গল টেস্টের নানা স্মৃতি নিয়ে আজ ১৮ জুন বিকেলে ইংল্যান্ড থেকে মুঠোফোনে দৈনিক জনতার খবরের সাথে আলাপে নানা কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল।

বলে রাখা ভালো, ইংল্যান্ডের সাউদার্ন প্রিমিয়ার লিগে পোস্টমাউন্ট টাইগার্সের হয়ে খেলতে আশরাফুল এখন যুক্তরাজ্যে। এটা মূলত উইকএন্ড ক্রিকেট লিগ। এই লিগে ৫০ ও ১২০ ওভারের দুটি টুর্নামেন্ট হয়। ৫০ ওভারে ৯টি আর ১২০ ওভারে সমান সংখ্যক ম্যাচ।

আজ বুধবার ও গতকাল মঙ্গলবার তার নিজের দলের খেলা ছিল না, তাই প্রিয় জাতীয় দলের খেলা দেখতে পেরেছেন। মুশফিকের ব্যাটিং, তার পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, সাধনা আর আত্মনিবেদনের বরাবরই অকুণ্ঠ প্রশংসাকারী আশরাফুল।

এবারের ইনিংসটির সাথে আগেরবারের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার একটা কথা বলেছেন, ‘মুশফিকের টেকনিক শুরু থেকেই অসাধারণ তার বেসিকও খুব স্ট্রং গলের সেই টেস্টে ডাবল হান্ড্রেড করার পথে সত্যিই অসাধারণ খেলেছিল মুশফিক আমার সেভাবে তাকে গাইড করতে হয়নি আমি সিনিয়র পার্টনার হিসেবে হয়তো এটা-সেটা বলছিলাম। তবে মুশফিক ইনিংস সাজিয়েছিল নিজের মতো করে। তার পরিপাটি টেকনিক, গভীর মনোযোগ ও মনোসংযোগ দিয়ে। নিজের ইনিংসটা কিভাবে সাজাতে হবে, কখন রক্ষণাত্মক আর কখন খানিকটা আগ্রাসী হতে হবে, মুশফিক ওই বয়সেই তা খুব ভালো জানতো। তাই তেমন কিছু বলে দিতে হয়নি।’

আজকের মুশফিকের সাথে ১২ বছর আগের মুশফিকের তুলনা করতে গিয়ে আশরাফুল বলেন, ‘টেকনিকটেম্পারামেন্ট আর বেসিক তখনও দারুণ ছিলএখনও তাই আছে তবে যেহেতু দীর্ঘ সময় খেলেছে, তাই অভিজ্ঞতা ও পরিপক্কতা বেড়েছে। পাশাপাশি পরিবেশ-পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতাও অনেক বেড়েছে।’
আমরা তৃতীয় দিন শেষে যথাক্রমে ১৮৯ আর ১৫৮ রানে অপরাজিত ছিলাম আশা  ইচ্ছে ছিল দুজনই ডাবল সেঞ্চুরি করবো আমারটা হয়নি লেফট আর্ম স্পিনার রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেটে গিয়ে এক্সট্রা 

মুশফিককে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আদর্শ ব্যাটার আখ্যা দিয়ে আশরাফুল বলেন, ‘একজন ক্রিকেটার, একজন ব্যাটার, একজন উইকেটকিপার মুশফিক। অনেকদিন ক্যাপ্টেনসিও করেছে। দলে তার নানা রূপ ও পরিচয়। কিন্তু ব্যক্তি ও ক্রিকেটার মুশফিকের রূপ এক ও অভিন্ন। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলার অনুপম মূর্তি যেন মুশফিক। সেই ২০০৫ সালে ইংল্যান্ডে অভিষেকের সময় যেমন দেখেছি, এখনো তেমনই আছে। রাত ১০টায় বিছানায় চলে যাওয়া, ফজরে উঠে নামাজ পড়ে দিন শুরু, বাকি সময় নিজের মতো করে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়া।’

আমার মনে হয়আমাদের দেশে আর কোনো ক্রিকেটার ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরো সময় এমন নিয়ম মেনে  সুশৃঙ্খল জীবন নির্বাহ করেনি এর বাইরে মুশফিক কঠোর পরিশ্রমী। আমাদের ক্যারিয়ারের শুরুতে যেমন ছিলেন পাইলট (খালেদ মাসুদ) ভাই, রফিক (মোহাম্মদ রফিক) ভাই; মুশফিকও শুরু থেকেই পরিশ্রমী। বেশি সময় ধরে অনুশীলন করা তার সবসময়ের অভ্যাস।’

ওই ডাবল সেঞ্চুরির স্মৃতিচারণ করতে গিয়ে আশরাফুল বলেন, ‘এবারের দৃশ্যপটে আর ১২ বছর আগের ম্যাচের চালচিত্র এক ছিল না সেবার আমি আর মুশফিক যখন জুটি গড়তে শুরু করিতার আগেই আমার আর মুমিনুল হকের একটা ১০০রানের (১০৫পার্টনারশিপ ছিল আমরা তখন মোটামুটি একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে গিয়েছিলাম অভিষেকে হাফসেঞ্চুরি (৫৫করেছিল মুমিনুল মুশফিক যখন উইকেটে আসেআমার রান তখন ৮০-এর ঘরে (৮৫) আর আমি যখন রঙ্গনা হেরাথের বলে ১৯০ রানে আউট হইতখন মুশফিকের রান দেড়শো পেরিয়ে (১৫৭) গেছে।‘

কভারের ওপর দিয়ে মারতে গিয়ে মাঝ ব্যাটে করতে পারিনি। আউট হয়ে যাই স্লিপে ক্যাচ দিয়ে। এক বুক হতাশা নিয়ে ফিরলাম সাজঘরে। মুশফিক কিন্তু ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে ভুল করেনি। ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বল দেখে খেলে ঠিক


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

1

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

2

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

3

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

4

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

5

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

6

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

7

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

8

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

9

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

10

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

11

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

12

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

13

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

14

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

15

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

17

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

18

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

19

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

20