চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় এক পরিবারের জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে অসহায় ব্যক্তি প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন আছে এবং ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রতিপক্ষ আইন না মেনে বাড়ি নির্মাণের কাজ আংশিক শেষ করেছে। বাকি নির্মাণ কাজ শেষ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। নথি সূত্রে জানা গেছে- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের চন্ডিপুর মৌজার ১৭৩ জে.এল নম্বরের ৫৯২ খতিয়ানের আরএসের আট দাগের এক একর দশমিক ৬৩ শতক জমির মধ্যে শুন্য দশমিক ২৫ শতক জমির মালিক সাদিকুল ইসলাম মিঠু। কিন্তু প্রতিবেশী শফিকুল ইসলাম সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক দেড় শতক জমি দখল করে বাড়ি নির্মাণকাজ শুরু করে। তবে নির্মাণকাজে সাদিকুল ইসলাম মিঠু বাধা দিলে শফিকুল ইসলাম ও তার লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে ও বিভিন্ন ধরণের হুমকি দেন। নিরুপায় হয়ে সাদিকুল ইসলাম আদালতের আশ্রয় নেন। গত ২৯-০১-২৪ তারিখে আদালত ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। যা বর্তমানে বহাল আছে। এবিষয়ে প্রতিবেশী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৪ ইঞ্চি জমি ছেড়ে বাড়ি নির্মাণকাজ শুরু করা হয় এবং তার জমির পরিমাণ সাড়ে ২৩ শতক। তাছাড়া আইনী জটিলতায় বাড়ি নির্মাণকাজ সম্পন্ন করতে না পারায় আমরা দীর্ঘদিন যাবত পরিবারের সকল সদস্য মাত্র একটি ঘরে বসবাস করে আসছি। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশনা মেনেই আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণকাজ বন্ধ করে এসেছি। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাড়ি নির্মাণকাজ বন্ধ থাকবে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গত ২৫ মার্চ আদালত থেকে একটি নোটিশ প্রাপ্তির আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।