সাদ্দাম হোসাইন।।
সিরাজগঞ্জ শহরের করিতলা মোড়ে, মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করেন। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা এবং বেসরকারি বিদ্যালয় শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা।তারা বলেন গত ১৭-৭-২০২৫ ইং তারিখে সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়। বেসরকারি বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন এর কোন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।এই প্রজ্ঞাপনের প্রতিবাদ করে শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন। এটা এক ধরনের অন্যায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ।এই প্রজ্ঞাপন অতি তাড়াতাড়ি বাতিল করে। কিন্ডারগার্ডেনসহ সকল বেসরকারি বিদ্যালয় এর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেবার সুযোগ করে দেওয়া হোক। তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। এক শিশু শিক্ষার্থী বলেন,শিক্ষা আমাদের অধিকার আর বৃত্তি আমাদের অহংকার। এই বৃত্তি থেকে সরকার যদি আমাদের বঞ্চিত করে। তাহলে সারাদেশের সকল বেসরকারি বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনসহ কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রয়োজনে আবারো রাস্তায় নামবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। উক্ত বিক্ষোভ মিছিল আন্দোলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বেলকুচি উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। কামারখন্দ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শাহজাদপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে র্যালিটি করিতলা হইতে খলিফা পট্টি দিয়ে মুজিব সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।