সেই প্রেক্ষিতে মেটা এবার তাদের জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে আরও সহজ এবং স্মার্ট সংযোগ আনতে চলেছে। এখন থেকে আর আলাদা আলাদা অ্যাপে ঢুকে স্টোরি পোস্ট করার প্রয়োজন হবে না।
সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ইন্সটাগ্রাম স্টোরি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে! ক্রস পোস্টিং ফিচারের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একবার ইন্সটাগ্রামে স্টোরি আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হয়ে যাবে।
এই ফিচার ইতিমধ্যেই কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এই ফিচার সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
এরপর একবার স্টোরি পোস্ট করলেই তা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চলে যাবে।
মেটা কেবল ইন্সটাগ্রাম নয়, হোয়াটসঅ্যাপের জন্যও একই ধরনের ফিচার নিয়ে এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকেরও সরাসরি শেয়ার করা সম্ভব।
বর্তমানে এই ফিচার বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের রেসপন্স এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে খুব দ্রুতই এই ফিচার বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে।
মন্তব্য করুন