হাবিবুর রহমান সুমন
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিস শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার প্রশাসনিক কার্যক্রম, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, “উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।