মাদারীপুরের শিবচরে কেন্দ্রীয় জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের কোরআন শিখা প্রদান অনুষ্ঠিত হয়। মূলত বাংলাদেশ ক্বিরাতুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৭জুলাই-২০২৫) রাত ১০ টার দিকে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র আশুরার দিনে ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে মহাগ্রন্থ কুরআনুল কারীমের শিখা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাদামাঠা আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ শিখা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ,মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ) সাহেবের সভাপতিত্বে এবং মুফতি আকরাম হোসাইন মাহমুদীর সঞ্চালনায় মহতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন- জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, শিবচর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমেদ কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কোরআন মুসলমানদের একমাত্র সংবিধান।এ সংবিধান দিয়ে যদি জীবন পরিচালনা করে তাহলে তার জীবন হবে সফল। অন্যথায় কুরআনের পথ থেকে যদি কেউ বিচ্যুত হয়ে যায় তাহলে তার জীবন বরবাদ হয়ে যায়। কোন মুসলমান যদি সে কোরআন শিখতে না পারে তাহলে তার জীবন অপূর্ণ থেকে যায়। কুরআনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে যাবে এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হবে।আমি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা,সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন,নামাজ রোজার মত কোরআন শিক্ষা ও প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। অথচ আমরা এই ফরজ কাজ বাদ দিয়ে দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমরা কুরআনকে আজ অবহেলা করছি বিধায় আমাদের জীবন থেকে কোরআন ও দূরে চলে গেছে। আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। প্রতিদিন আমাদের কে অর্থসহ কোরআন পড়ার অভ্যাস করতে হবে। তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। আমরা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং সাধারণ মানুষকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্বিরাতুল কুরআন ফাউন্ডেশনের বৃহত্তর ফরিদপুর শাখার পরিচালক মুফতি আকরাম হোসাইন মাহমুদী,আন্তর্জাতিক ক্বারী মোঃ সাজ্জাদ হোসাইন,হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি বজলুর রহমান আরিফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিবচর পৌর শাখার সেক্রেটারি আবুল হোসেন মুন্সী, মাদারীপুর শিলারচর সরকারি কলেজের প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন,শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, শিবচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইফতেখারুল ইসলাম,মাদারীপুর জেলার বিশিষ্ট ঠিকাদার মোঃ ওমর ফারুক, শিবচর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন মাষ্টারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরিশেষে মাওলানা আকরাম হোসাইন এর সবক প্রদান ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্য করুন