মিজানুর রহমান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে থানা পুলিশের পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম-এর নির্দেশনায় এসআই তাহসিন ও এএসআই আনসোপ এর নেতৃত্বে একটি টিম চাপড়ীগঞ্জ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
অভিযানের এক পর্যায়ে সন্দেহজনকভাবে চলাচলকারী “3D Expresso” নামের একটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরে গাড়িতে থাকা এক মাদক কারবারিকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন