এসকে এম মহসিন রেজা
খুলনা জেলার উপজেলা কয়রায় ছয় মাসের অন্তঃসতায় এক নারীকে ঘের লোটের মামলার আসামি করায় এলাকায় আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি উপজেলার আমাদের ইউনিয়নের নকশা গ্রামের।
জানা গেছে, জায়গা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন উপজেলার আমাদের ইউনিয়নের নাকশা গ্রামের শফিকুল ইসলামের সাথে একই গ্রামের মহিউদ্দিন গং দের বিরুদ্ধে চলে আসছিল।
এরই জের ধরে শফিকুল ইসলামের মৎস্য ঘেরের ভিতর থাকা নয় শতক জমি সম্প্রতি মহিউদ্দিন গংরা তাদের অনুপূলে নেয়।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে মহিউদ্দিন শাহ সাতজনের বিরুদ্ধে কয়রা থানায় একটি ঘের লুটের মামলা দায়ের করেন, এবং এ মামলা ছাড়াও শফিকুল ইসলাম কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
যেখানে পাঁচ নাম্বার আসামি হিসেবে ছয় মাসের অন্তঃসত্ত্ব ফরিদা খাতুনের নাম অন্তর্ভুক্ত করায় এলাকায় সমালোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় নকশা গ্রামের পল্লী চিকিৎসক হারুনুর রশিদ বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বটা নারীকে ঘিয়ের রুটের মামলায় আসামি করা হয়েছে এর চেয়ে মিথ্যা ঘটনার কি হতে পারে।
এ ঘটনায় কয়টা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, উল্লেখিত মামলাটি
তদন্তকার্যক্রম চলমান রয়েছে যা তদন্ত শেষ হলে সব কিছু জানা যাবে।