জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শরীর ছুঁেয় দেওয়ায় জুয়া খেলায় হেরে মহিলার মাথা ফাটিয়ে দিলো ইউপি মেম্বার

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলায় হেরে রহিমা খাতুন (৬০) নামে এক বিধবা মহিলাকে পাশবিক নির্যাতন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এরকম অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে বিল্লাল মিয়া নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র সমালোচনা সহ নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকাবাসী এবং ওই ইউপি সদস্যের সুবিচার প্রার্থনা করছেন।


স্থানীয় সূত্রে জানাগেছে, রহিমা খাতুন ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মৃত আবুল মনসুরের স্ত্রী। ১৫ বছর পূর্বে তাঁর তৃতীয় সন্তান ফারুক মিয়া পানিতে ডুবে মৃত্যু হওয়ার পর থেকে রহিমা খাতুন মানসিকভাবে ভেঙ্গে পড়েন। সেই শোক সইতে না পেরে মানসিক অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে সে তাঁর সামনে কাউকে পেলেই শরীরে হাত দিয়ে ছুয়ে দেওয়ার অভ্যাস হয়ে দাড়িয়েছে। তবে কাহারও কোন ক্ষতি বা মারধর করে না সে। অপরদিকে বিল্লাল মিয়া একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। অনলাইন জুয়া খেলায় জড়িত ও জুয়ার এজেন্ট চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার (২৮ জুলাই) সকালে ওই মহিলার বাড়ির সামনে দিয়ে অনলাইন জুয়া খেলতে যাওয়ার সময় বিল্লাল মিয়ার শরীর ছুয়ে দেয়। এর পরপরই তিনি জুয়ায় হেরে যান। পরে ক্ষিপ্ত হয়ে বেলা ২টা ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে ওই মহিলাকে পেয়ে অপয়া বলে গালিগালাজ সহ তাঁর মারধর করে মহিলার মাথা ফাটিয়ে দেন। এসময় “তুই ছুইয়ে দেওয়ায় খেলায় হেরেছি। ফের কোনদিন ছুইলে তোকে জানে মেরে ফেলেবো।” এ কথা বলে বিল্লাল মিয়া স্থান ত্যাগ করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দৌড়ে এসে আহত মহিলাকে প্রথমে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এতে তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় ওই মহিলার পুত্র বধু ময়না আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় প্রত্যক্তদর্শী চায়ের দোকানদার অলি উল্লাহ ও স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন দুলাল বলেন, সকলের সামনেই মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে মেম্বার। এটি করা তার ঠিক হয়নি। অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হালিম জানান, জুয়াড়ি বিল্লাল শুধু এ মহিলাকে নয়, এর আগেও নার্গিস আক্তার নামে এক মহিলা পাওনা টাকা চাইতে গেলে তাকেও মারধর করে ওই মেম্বার। এছাড়া স্থানীয় বাসিন্দা আবুল কালাম খুররম সহ আরো অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং মেম্বারের বিচার দাবী করেন। অপরদিকে অভিযুক্ত মেম্বার বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরির্দশক এসআই সালাম উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ দিয়ে বাদী আর আসেনি। বাদী আসলেই মামলা নথিভূক্ত করা হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

2

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

3

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

4

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

5

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

6

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

7

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

8

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

11

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

12

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

13

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

14

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

15

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

16

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

17

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

18

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

19

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

20