মো. নাজিউল্লাহ ভূইয়া | দৈনিক
জনতার খবর প্রতিনিধি
দাড়িপাড়া লাজফার্মা লিমিটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে আটিগ্রাম অনন্ত যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দাড়িপাড়া মাঠে। গ্যালারিজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, মাঠে খেলোয়াড়দের নিবেদন—সব মিলিয়ে জমজমাট এক পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা নিশ্চিত করে জয়। ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের সাকিব।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, লাজফার্মা লিমিটেডের জেনারেল ম্যানেজার আব্দুল করিম, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান রাশেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহিন আহম্মেদ মহসিন ও ফারুক হোসেন।
আয়োজনে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল লাজফার্মা লিমিটেড (আটিবাজার শাখা)।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারফরম্যান্স, আয়োজক কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিই এ টুর্নামেন্টকে সফল করেছে। তাদের মতে, ব্রাদার্স ইউনিয়নের এই সাফল্য কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে।