মহিউদ্দিন জুয়েল
ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে গুণী ব্যক্তিত্ব হাজী ওয়াহাব আলী সাহেবের বাড়িতে শুক্রবার বাদ এশা সর্বস্তরের মানুষদের উপস্থিতিতে “হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মো. কয়েস মিয়া মূল বিষয়টি উপস্থাপন করে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
গ্রামের মুরব্বি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জামাল মিয়ার সঞ্চালনায়
অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সৌরভ সালেহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ বক্তার মিয়া,সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সদ্য সাবেক কাউন্সিলর হাজী নাজিমুল হক, শাহ মইনুল হাসান,ফকিরটিলা শাহজালাল (রঃ)জামে মসজিদের ইমাম মাওলানা মাসুক মিয়া,জাবেদ কাওসার টুনু।
সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক মিয়া, হবিবুল হক, ইমতিয়াজ আলী,সোনাফর আলী,হোসেন আলী,বাহারুল হক,কবির মিয়া,নুরুল হক, ইমরান হাসান,সিদ্দিকুর রহমান, খলিল মিয়া,মনসুর আহমেদ,,লিমন মিয়া প্রমুখ।
গ্রামের সর্বস্তরের মুরব্বি,যুবসমাজ,ছাত্র ও হিন্দু সম্প্রদায়সহ সভায় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের প্রতি সমর্থন ও প্রশংসা জানিয়ে মূল্যবান মতামত প্রদান করেছেন।
সভা শেষে ফাউন্ডেশনের সর্বাঙ্গীন উন্নতী ও বিএনপির চেয়ার পার্সন,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন ফকিরটিলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শামিম আহমদ খান।
মন্তব্য করুন