গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি এলাকায় কাজলি নদীর বক্তার কান্দি অংশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে স্থানীয়রা নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটানো হতে পারে। লাশটি নদীর ঘোলা পানিতে ভাসমান অবস্থায় ছিল এবং দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এলাকায় এ ধরনের নৃশংস লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পুলিশ জানায়, পরিচয় শনাক্ত ও হত্যার উদ্দেশ্য নির্ধারণে আশপাশের থানাগুলোতে মানবদেহ নিখোঁজের তথ্য যাচাই করা হচ্ছে।