মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বুধবার সকালে ট্রাকটি নওগাঁর উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে প্রচুর পরিমাণ বালু থাকায় ধাক্কা খেয়ে গাড়ির সামনের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানায়, ট্রাকটি হঠাৎ করে বাঁক নেওয়ার সময় ভারসাম্য হারালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করেন। তিনি সামান্য আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে ট্রাকটি উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হয়। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।