ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।
ঝালকাঠি শহরের দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতিতে সোমবারের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী এ কর্মসূচিতে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। তবে শিক্ষক বলে অন্য পেশাজীবীদের মত রাস্তায় না নেমে স্কুলেই অবস্থান ও কর্মবিরতি করছি। আমরা বুঝতে পারছি যে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তবে আমরাও নিরুপায়। সরকার আমাদের দাবি মানামাত্র পরীক্ষার আয়োজন করবো। প্রয়োজনে ছুটির দিনেও পরীক্ষার নেয়া হবে।
প্রসঙ্গত, ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় এবং হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিফট করে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। গত ২০ নভেম্বর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিলো।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল