মোঃ জাকি উল্লাহ
সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নিমগাছীতে বিএনপির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নিমগাছী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তছির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি তালুকদার, আঃ রহমানসহ
ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ।
বক্তারা আরও বলেন, ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।