খুলনার উপজেলা কয়রায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কয়রা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জনাব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলার বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়র-পাইকগাছা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ও ধানের শীষের প্রার্থী এবং খুলনা জেলা বিএনপির ভার প্রাপ্ত সদস্য সচিব জনাব মোহাম্মদ মনিরুল হাসান বাপ্পি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ,সরদার মতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য এফএম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, আব্দুর রহিম সানা, আব্দুস সামাদ,প্রভাষক আবুল কালাম আজাদ, জিএম রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শেখ সালাউদ্দিন লিটন, মুস্তাফিজুর রহমান, কহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, আবুল বাশার ডাবলু, ডাক্তার নুরুল ইসলাম খোকন, কামরুল ইসলাম, শরিফুল ইসলাম সহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালিক, যুবদল নেতা মোতাসিম বিল্লাহ।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ জাসাসের সভাপতি জামাল ফারুক তাঁতি দলের সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান সহ ছাত্রনেতা ইমরান হোসাইন এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা গেছে দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা বায়জিদ হোসাইন ও হাফেজ আবুল কাশেম।
মন্তব্য করুন