জুনাঈদ আল হাবিব
ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত যুবককে গাছে বেঁধে এলাকাবাসী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রড দিয়ে ১১ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাতেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হিত ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায় বাতেন। একপর্যায়ে সে লোহার রড হাতে নিয়ে একের পর এক ১১ জনকে মারধর করে গুরুতর জখম করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী বাতেনকে ধরে গাছে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাতেনকে প্রাথমিক চিকিৎসার পর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বাতেনের ভাষ্য, “আমি কাউকে মারিনি, সবাই মিথ্যা বলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।