এম আতিকুর রহমান বগুড়া শহরের দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও রডের আঘাতে আবু বকর (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে, বগুড়া শহরের খান্দার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। আহতকে উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবু বকর শহরের দক্ষিণ মালগ্রাম এলাকার আল্লাহ হকের ছেলে। আহত আবু বকরের ছেলে হৃদয় জানান, আজ সন্ধ্যায় তাদের হৃদয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্তরা এসে হামলা চালিয়ে তাকে ব্যাপক মারপিট ও দুই হাতে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা বলতে পারেন না।