দয়াল বড়ুয়া
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যের ৮০০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক।
বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে।
২৯ নভেম্বর ২০২৫ ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। চালক আলী জাফর (৩৬), পিতা- মৃত মীর আহমদ, গ্রাম- তুতুর বিল রাজা পালং, ডাকঘর- উখিয়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে আবার তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২,৪০,০০,০০০/- টাকা মূল্যের ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।